
মির্জা ফয়সাল মাহীর (প্রতিবেদক)
নওগাঁ, ৩০ নভেম্বর ২০২৫:

নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নবাগত পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের ফোর্সদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।
দায়িত্ব গ্রহণ শেষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁবাসীর নিরাপত্তা, সেবা ও শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
— জাতীয় সাপ্তাহিক আইন সমাজ
তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

মির্জা ফয়সাল মাহীর (আইন সমাজ) 





















