
আব্দুল হক
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশের সংস্কার, পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো মহল যদি ষড়যন্ত্রের পথ বেছে নেয়, তবে তা প্রতিহত করতে দল প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদ অভিযোগ করে বলেন, ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকেই হয়েছেন পঙ্গু। এখন জনগণই ঠিক করবে—জুলাই সনদ গ্রহণযোগ্য কি না। তিনি আরও বলেন,
“ড. ইউনুসকে হয়তো ভয় দেখানো যেতে পারে, কিন্তু বিএনপিকে ভয় দেখানো যাবে না।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারুণ্যের প্রতীক তারেক রহমান দেশের ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। পাশাপাশি চারঘাট-বাঘার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানকে তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার দেবেন।
যুবদল নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, সুরুজ জামান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার এবং উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ (সালাম)।
এ ছাড়া উপস্থিত ছিলেন—সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বাঘা শাহদৌল্লা সরকারি কলেজের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আবু সাঈদ চাঁদ

আব্দুল হক (বাঘা উপজেলা প্রতিনিধি) 





















