
তফসিল ঘোষণার পরেই মাঠে ১৯নং ওয়ার্ড বিএনপি, মিনুর পক্ষে জোয়ার
মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। এর পর থেকেই রাজশাহীতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।
বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে, দোকানে, হাট-বাজারে, টি স্টলে, সিএনজি অটোরিকশা, ভ্যানচালক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে নির্বাচনের উৎসাহ ও আমেজ দেখা গেছে।
এদিকে, তফসিল ঘোষণার পরেই রাজশাহী–২ আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গীকার করেছেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফ, ১৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আখতার হোসেন, সদস্য সচিব মো. রজব আলী, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ।
এসময় নেতারা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে কাজ করবেন। তারা ১৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের সমর্থন অর্জনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ মিনু ভাইকে একজন পরিষ্কার-ছবি, অভিজ্ঞ ও যোগ্য জননেতা হিসেবে মানেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় তিনি রাজশাহী–২ আসনে ধানের শীষের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত।
মিনুর নেতৃত্বে রাজশাহী আবারও উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে—এ বিশ্বাস নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Reporter Name 
















